১২ই রবিউল আওয়াল হযরত মোহাম্মদ সা: জন্ম ও মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে গত ২০ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব অনুষ্টিত হল ‘বিশেষ ওয়াজ মাহফিল’। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আলেম-উলামা ও ইসলামি সংগীত শিল্পীরা অংশনেন।
মসজিদের খতিব ও ইমাম হাফিজ আব্দুস শহীদ এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে হযরত মোহাম্মদ সা: এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অংশনেন ব্রিকলেইন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, শেডওয়েল জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।
মসজিদের ইমাম ক্বারী আব্দুল মুহিত, ও শেখ মনোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো: নূরুদ্দীন আহমদ, সেক্রেটারী আব্দুল মুমিন মাওলানা সায়্যিদ মাহমুদ।