AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ইষ্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২১ - ২০১৫ | ১১: ৩৬ অপরাহ্ণ

east london awamileg

ইষ্ট লন্ডন আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশের ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সহযোগি ও মদদদাতারাই দেশের শান্তি শৃঙ্খলা ও অগ্রগতিতে বড় বাধা। এদের মোকাবেলা করতে দেশে বিদেশে নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গত ১৮ ডিসেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল হক। সাংগঠনিক সম্পাদক বশীর আহমদ এর পরিচারনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা খসরুজ্জামান খসরু, শায়েক আহমদ, নিমাই মিয়া, সৈয়দ গোলাব আলী, আমিনুল হক জিলু, আব্দুল হান্নান, আব্দুল হালিম, মজুমদার মিয়া, আব্দুল গফুর, আব্দুস ছত্তার, কবি নজরুল ইসলাম, জামাল খান, আব্দুল মতু সহ অনেকে।
সভার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদানদের শ্রদ্ধা সাথে স্মরন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয।
সভায় জাতির সর্বশ্রেষ্ট অর্জন ‘আমাদের প্রিয় স্বাধীনতা’ উল্লেখ করে বক্তারা বলেন স্বাধীনতার স্বপক্ষের লেবাস গায়ে দিয়ে একাত্তরে পাকিস্তানীদের দালাল যুদ্ধাপরাধীদের ও রাজাকারদের সহায়তাসহ মদদদাতা এবং শহীদ বুদ্ধিজীবি হত্যকারী ও নায়কদের মন্ত্রীত্ব একদিকে দিয়েছে অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে জনতার সাথে শ্রদ্ধা জানানোর নামে প্রতারনা সহ শহীদদের প্রতি উপহাসকারী মোনাফেকরাই দেশের শাস্তি শৃংখলা ও অগ্রগতিতে বড়বাধা। তাই এদেরকে নিশ্চিন্ন করার হউক বিজয় দিবসের স্বপথ।
সভায় বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি তার দেশপ্রেম, সততা ও সাহসিকতা দিয়ে প্রমন করে দিয়েছেন। জাতির জনকের হত্যকারীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারসহ দেশে বড় বড় অপরাধকারীদের বিচারের আওতায় এনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিচারহীনতাকে তিনি বন্ধ করেছেন
সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরো সংবাদ