বাংলাদেশের ৪৪তম বিজয় দিবসে সুইন্ডন বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভা গত ১৭ ডিসেম্বর বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা ও সংক্রিয় অংশ গ্রহন মুক্তিযুদ্ধাদের অনুপ্রানীত করে। ফলে মাত্র ৯মাসে দেশ স্বাধীনতা লাভ করে। অথচ মুক্তিযুদ্ধে যাদের কোন অবদান নেই সেই সকল সুবিধাভোগীরাই আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করতে চায়। শহীদ জিয়া প্রতিষ্ঠিত দল বিএনপি ও তার পরিবারবর্গকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সুইন্ডন জাতীয়তাবাদী দলের সহ সভাপতি এম জামান চোধুরী। সাধারণ সম্পাধক বাবু সুমন রায় এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফজলুর রহমান আকিক, এম এ কাহার ,আলী আফতাব নবাব আলী, এনাম চোধুরী, আব্দুল কাদির, এম জাকারিয়া , যুগ্ন সমপাধক সাইফুর রহমান শামিম, নাসিরুল হক, হাবিবুর রহমান,জুবায়ের আহমেদ, বাবুল মিয়া, জালাল উদ্দিন, আব্দুল ওয়াহিদ সুমন, ফায়সাল আহমেদ, ইসমাইল আলী এবং আরো অনেক।