Search
Close this search box.

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Facebook
Twitter
WhatsApp

sowindon bd associationপ্রতি বছরের ন্যায় এবারো অত্যান্ত জাকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদযাপন করেছেন ‘বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন’। এতে সুইন্ডন এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী শিশু-কিশোর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় এমপি, মেয়র ও কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।
গত ২০ ডিসেম্বর স্থানীয় দ্যা প্লাটফরম সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকিক এফ রহমান। সাধারণ সম্পাদক এনাম চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক আমিরুল হক বাবলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শিশু কিশোররা বাংলাদেশের বিজয় দিবসের পটভূমি উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরে এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশনেয়।
সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদের কতৃজ্ঞতার সাথে স্মরণ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদান ও বিদেশী বন্ধুদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইন্ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার এন্ড্র বানেট, উইলশিয়ারের রাণীর প্রতিনিধি সারাহ রোজ, গর্ভমেন্ট মিনিস্টার সলিসিটার জেনারেল ফর ইংল্যান্ড এন্ড ওয়েলস রবার্ট বাকলেন্ড কিউসি এমপি, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল আলী, বর্তমান সহ সভাপতি আলী আফতাব নোয়াব, জামান চৌধুরী, ট্রেজারার এমএ কাহহার, কাউন্সিলার জুনাব আলী, কাউন্সিলার আব্দুল আমিন, কাউন্সিলার ডারিখ মন্টুয়েট, কাউন্সিলার তিমতি সুইনয়াড, কাউন্সিলার বব ওয়াট, কাউন্সিলার কার্লে স্মিথ, কমিউনিটি নেতা আলা উদ্দিন বাবুল, মুসলেহ আহমদ, সফিক মিয়া, আব্দুল কাদির, এম এম আলী রউফ, জাকারিয়াা আহমদ, সুমন রায়, আশরাফুল চৌধুরী সহ অনেকে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত