মো: আব্দুল হাই :: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রাজু আহমদের সমর্থনে দিনব্যাপী ভোটারদের সাথে উৎসবমূখর পরিবেশে গনসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার ১ম সহ-সভাপতি, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল। সোমবার সকাল থেকে মেয়র প্রার্থীসহ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান, মার্কেট, বিপনী বিতানসহ বাসা বাড়িতে গিয়ে ভোটারদের উদ্বূদ্ধ করনসহ মেয়র প্রার্থী রাজু আহমদের প্রচারপত্র বিলি করেন। এছাড়াও গনসংযোগকালে শহরের বিভিন্ন স্থানে পথ সভায় চৌধুরী মোহাম্মদ সুহেল ৩০ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে পৌরবাসীর উন্নয়নে গনজোয়ার সৃষ্টির লক্ষে রাজু আহমদকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ভোটারসহ সর্বস্থরের জনসাধারনের প্রতি জোরদাবী জানান। গনসংযোগকালে মেয়র প্রার্থী রাজু আহমদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজি হারুনুজ্জামান, নির্বাচনের সমন্বয়কারী সদস্য পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল হক সমছু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছায়াদুর রহমান ছায়াদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক আবু সাকের, ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো: শাহজাহান আলী, মেহরাজ ভুইয়া পলাশ, নাওরাজ আহমদ মুসফাক, নাছির তালুকদার, পাটলী ইউনিয়ন যুবদল নেতা রাসেল বক্্র, ছাত্রদল নেতা পারভেজ কামাল পাশা, সিলেট, জগন্নাথপুর ও পাটলী ইউনিয়নের যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মাঝে অন্যান্যের মধ্যে শামছুন নূর তালুকদার, মো: তুয়েল মিয়া, শাহ হেপু, সেজু মিয়া, খলিলুর রহমান, খলকু মিয়া, ইমরান আহমদ, ছাদিকুর রহমান, মুবিন আহমদ, মুস্তাকিন হোসেন, রুহেল মিয়া, শাহ আশরাফ, নুরুল আহমদ, বাবুল আহমদ, শিপন আহমদ, আশরাফ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।