নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে দারুল হিকমাহ ইসলামিক একাডেমী ও এতিমখানায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার একাডেমী প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমী পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর ছাত্রী মারজিয়া জান্নাত মারিয়া।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি সফর আলী, আব্দুল মালিক, ফারুক হোসেন, মন্তাজ আলী, হারিছ আলী, ইয়াদ আলী, মো. জুবরাজ প্রমুখ। অনুষ্ঠানের একাডেমীর ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একাডেমী ও এতিমখানার প্রায় দেড় শতাধিক ছাত্র/ছাত্রীর মধ্যে পোষাক বিতরণ করা হয়।