AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ থেকে কলেজ ছাত্র নিখোঁজ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২১ - ২০১৫ | ৩: ০০ অপরাহ্ণ

DSC 0264

DSC_0264নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ থেকে আল-আমিন হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আবুল হোসেনের পুত্র ও সিলেটের দক্ষিণসুরমা এলাকার স্টারলাইট কলেজের ছাত্র। এবিষয়ে সোমবার সকালে আবুল হোসেন বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং- ৭৬০।
জানা গেছে, আল-আমিন হোসেন প্রতিদিনের ন্যায় (২০ ডিসেম্বর ২০১৫) রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফিরেনি। ঐদিন রাতে আল-আমিন বাড়িতে না ফিরলে তার স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে আল আমিনের ব্যবহৃত মোবাইল ফোনের নাম্বারটি (০১৭২৫-২৮৪৯১১) বন্ধ রয়েছে।
আল-আমিনের উচ্চতা আনুমানিক ৫ফুট ৫ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, পরনে কালো টি শার্ট ও থ্রি কোয়ার্টার পেন্ট ছিলো, শারীরিক গঠন স্বাভাবিক, চোখের বর্ণ পিংলা চোখী। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার পিতার ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭১২-১৩০৭০৯) যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরো সংবাদ