AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে যা বলে গেলেন টিউলিপ সিদ্দিকী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২১ - ২০১৫ | ২: ৩৮ অপরাহ্ণ

file5

fileনিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে সিলেটে প্রায় দেড় ঘন্টার জন্য যাত্রাবিরতি করেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। মা শেখ রেহানাকে নিয়ে তিনি দেশে ফিরেছেন।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে স্থানীয় আওয়ামী লীগ নেতারা শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকীকে স্বাগত জানান। এসময় বিভিন্ন বিষয়ে তারা কথা বলেন।

টিউলিপ সিদ্দিকীর বরাত দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘ব্রিটেনের লেবার পার্টির হয়ে নির্বাচনে জয়ী হওয়া টিউলিপ সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে সেদেশে বসবাসরত সিলেটিরা তাকে দারুণভাবে সাহায্য-সহযোগিতা করেছেন।’

কামরান আরো বলেন, ‘টিউলিপ সিলেটে আসতে পারায় খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের পরপরই সিলেটে আসার ইচ্ছে ছিল তার। আগামীতে বড় পরিসরে সিলেটে আসার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন তিনি।’

নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য দেশবাসীর কাছে টিউলিপ দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও তার মেয়ে, ব্রিটেনের লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে সিলেটে যাত্রাবিরতি করেন। সোমবার সকাল ১০টায় তাদের বহনকারী ফ্লাইটটি (বিজি ০০৬) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঘন্টাখানেক যাত্রাবিরতি শেষে সকাল সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরো সংবাদ