নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশের শিশু হাফিজ আব্দুললাহ আল মাহফুজকে বিশ্বনাথে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিশ্বনাথ মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ ও ফজলুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড উলামা কাউন্সিল ইউএসএ’র প্রেসিডেন্ট মুফতি লুৎফুর রহমান কাসেমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবি মুসা আল হাফিজ, সাংবাদিক মাওলানা রুহুল আমিন নগরী। বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মাহমূদুল হাসান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা বাহা উদ্দিন, হাফিজ আসজাদ হোসাইন মাসুদ, মাওলানা আব্দুল মতিন, প্রবাসী মাওলানা সাইদুর রহমান মাছুম প্রমূখ।