জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরনবিধি সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্টিত হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার কর্তৃক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় পৌর নির্বাচনের ৩মেয়র প্রার্থী ৯ ওয়ার্ডের ৩৪ কাউন্সিলর ও ১০ সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন। নির্বাচনের রিটানির্ং অফিসার ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে নির্বাচনের আচরনবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) ও নির্বাচনে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত পাল, থানার ওসি (তদন্ত) খান মো: মাইনুল জাকির। মতবিনিময় সভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমদ, স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করলে বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।