AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সাংবাদিক নূরউদ্দিনের উপর সন্ত্রাসী হামলা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৮ - ২০১৫ | ৮: ৫৭ অপরাহ্ণ

10632757 357646164383832 494509189889649280 n

10632757_357646164383832_494509189889649280_nনিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সাংবাদিক নূরউদ্দিনের উপর একদল সন্ত্রাসী হামলা করেছে। শুক্রবার রাত সোয়া আটটায় উপজেলার রাজাগঞ্জবাজারে এঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। সন্ত্রাসীরা সাংবাদিক নূরউদ্দিনের উপর লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় ক্যামেরা ডি ৪০, মোটরসাইকেলের কাগজপত্র ও নগদ প্রায় ৭হাজার টাকা লুঠ করে নিয়ে যায়।

আরো সংবাদ