AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ প্রেসক্লাবে ওসি রফিকুল হোসেন সংবর্ধিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৮ - ২০১৫ | ১২: ১২ পূর্বাহ্ণ

DSC 0161

DSC_0161নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ থানার বিদায়ী অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল হোসেনকে সংর্বধনা প্রদান করেছে বিশ্বনাথ প্রেসক্লাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার বিদায়ী অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এস আই সুমন চন্দ্র সরকার, তোফাজ্জুল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শানুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক শিপন মিয়া প্রমুখ। সভা শেষে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৩ বছরের রেকর্ড ভাঙ্গলেন বিশ্বনাথ থানার বিদায় অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন। বুধবার রাতে সাড়ে ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনকে সংর্বধনা প্রদান করে বিশ্বনাথ প্রেসক্লাব। বিশ্বনাথ প্রেসক্লাব ১৯৮৩ সালে প্রতিষ্টার পর থেকে এর আগে কোনো পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করেনি। ফলে প্রেসক্লাবের ওই রেকর্ড ভেঙ্গে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন ওসি রফিকুল হোসেন।DSC_0171

আরো সংবাদ