Search
Close this search box.

জগন্নাথপুরে গনজাগরন মঞ্চের জাতীয় সংঙ্গীতের কর্মসূচী পালন

Facebook
Twitter
WhatsApp

Jagannathpur Pic 17-12- 2015Jagannathpur Pic 17-12- 2015-3মো. আব্দুল হাই :: গনজাগরন মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুরে গনজাগরন মঞ্চের জাতীয় সংগীতের কর্মসূচী পালন করা হয়েছে। বিজয় দিবসের দিনে বিকেল ৪টা ৩১ মিনিটে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা গনজাগরন মঞ্চ কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষে পৌর পয়েন্টে পথ সভা অনুষ্টিত হয়। গনজাগরন মঞ্চের উপজেলা কমিটির আহবায়ক বিশিষ্ট নাট্যকার ও নাট্য অভিনেতা মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও গনজাগরন কর্মী পৌর আওয়ামীলীগ নেতা শশীকান্ত গোপের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, মিন্টুরঞ্জন ধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উদীচী শিল্পী গোষ্টির সাধারন সম্পাদক দ্বীপক কুমার দেব,শিক্ষক বিশ্বজিত দাস, সাংস্কৃতিক কর্মী তানভীর আহমদ হিমু, ছাত্রলীগ কর্মী এস আর দুর্জয় প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্টানে সংঙ্গীত পরিবেশন করেন ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্বাসতী রায়, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাধবী রানী নাথ, শিল্পী সম্পা দেব, সুষ্মিতা দেবনাথ, ঐষী দেবনাথ, কেয়া রানী দেবনাথ লাকী, অর্পিতা দাস, জোনাকী দাস, মুক্তি দাস, শ্যাম দেব, ফয়ছল গনী শাহ। তবলায় সহযোগিতা করেন পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোষ্মামী ও প্রিতেশ দাস। অনুষ্টানে প্রাঞ্জল কন্ঠে কবিতা আবৃতি করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র অভিজিত শ্বাসত রায়। বিকেল ৪টা ৩১ মিনিটে কোটি কন্ঠের সাথে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত