
জগন্নাথপুরে বিজয় দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৭ - ২০১৫ | ৭: ০৯ অপরাহ্ণ

জগন্নাথপুর অফিস :: বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রমাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুর ১২টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান। উপজেলা প্রকৌশলী বিভাগের সহকারী ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ প্রমূখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।