ব্রিকলেইন মসজিদে ‘নাতে রসূল ও গজল’

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

bricklane১২ই রবিউল আওয়াল হযরত মোহাম্মদ সা: জন্ম ও মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদের উদ্যোগে গত ১৩ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব অনুষ্টিত হল ‘নাতে রসূল ও গজল’ সন্ধ্যা। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা ও ইসলামি সংগীত শিল্পীরা অংশনেন।
ব্রিকলেইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা ইয়াসিন আহমদ পরিচালনায় গজল সন্ধ্যায় উপস্থিত শিল্পীরা বাংলা, উদু ও ইংরেজীতে নাত ও গজল পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রিকলেইন জামে মসজিদ ট্রাষ্টের চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালিক, মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল কদ্দুছ, মাওলানা জালাল উদ্দিন কালারুকি, মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান।
কমিউনিটি নেতা ইউসুফ কামালী, মো: ইলিয়াস, এলকাছ মিয়া, নূর উদ্দিন, সৈয়দ মরতুজা আলী, নূরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, মতিউর রহমান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪