
জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রাজু আহমদের গনসংযোগ
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৬ - ২০১৫ | ১: ২০ অপরাহ্ণ | সংবাদটি 585 বার পঠিত

জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীদের সরগরম প্রচারনা শুরু হয়েছে। বিএনপি মনোনীত মেয়র পদে উপজেলা ছাত্রদলের সভাপতি রাজু আহমদ নির্বাচনী এলাকায় সরগরম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে শহরের অলি-গলি পাড়া মহল্লায় চালিয়ে যাচ্ছেন অবিরাম প্রচারনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা উৎফুল্ল মনে প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি জনসেবায় নিবেদিত প্রান রাজু আহমেদকে মেয়র পদে ভোট প্রার্থনার পাশাপাশি দোয়া চেয়ে যাচ্ছেন। প্রচার অভিযান ও গনসংযোগে অন্যান্যের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারন সম্পাদক হাজি হারুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সামছুল হক সমছু, যুবদল নেতা ফজলুল হক আমিনী প্রমূখ।

