জগন্নাথপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সুহেল আহমদের গনসংযোগ
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৬ - ২০১৫ | ১: ১৪ অপরাহ্ণ
মো: আব্দুল হাই :: জগন্নাথপুর পৌরসভার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার নিয়ে গঠিত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কৃতি ফুটবল তারকা সাবেক বাজার তদারক কমিটির সুনামধন্য সেক্রেটারী তরুন সমাজকর্মী সুহেল আহমদের সমর্থনে নির্বাচনী প্রচার অভিযান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর বাজারসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ চলাকালে কাউন্সিলর প্রার্থী সুহেল আহমদের পাশাপাশি শত শত সমর্থকরা ভোটারদের সাথে কোলাকুলির ভোট ও দোয়া প্রার্থনা করেন। ৩০ডিসেম্বর সারা দিন “উঠ পাঁখি” মার্কায় ভোট দিন এমন স্লোগানে গন সংযোগকালে ভোটারদের মন আকর্ষনীয় করে তুলে। নির্বাচনী প্রচার ও গনসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজি আব্দুল মছব্বির, আব্দুল হান্নান, আব্দুল পরান, সাবুল মিয়া, ছিদ্দিকুর রহমান, মুরাদ আহমদ, জিতু মিয়া, কাদির মিয়া প্রমূখ।