জগন্নাথপুরে মেয়র কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

7502জগন্নাথপুর অফিস :: প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
মেয়র পদে বর্তমান পৌর মেয়র আওয়ামীলীগের আলহাজ্ব আব্দুল মনাফ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহ নুরুল করিম (জগ) প্রতীক পেয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান (পানির বোতল), আব্দুল ওয়াহাব (পাঞ্জাবী) ও শাহিনুর রহমান (উটপাখি), ২ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মামুন আহমদ (পাঞ্জাবী), নিজামুল করিম (উটপাখি), ৩নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর তাজিবুর রহমান (উটপাখি), আফরোজ আলী (পাঞ্জাবী) লিটন মিয়া (পানির বোতল), লেবু মিয়া (ব্রিজ), ৪নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর সোহেল আমীন (উটপাখি), দেলোয়ার হোসাইন (পানির বোতল), কামাল হোসেন (টেবিল লেম্প) ও হেলাল আহমদ (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর শফিকুল হক (উটপাখি) ও আবদুল কাইয়ুম (পানির বোতল), ৬নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না (পানির বোতল), এড: আমিরুল হক এনাম (টেবিল লেম্প), আবু ছুফিয়ান ঝুনু (উটপাখি)ও গোবিন্দ দেব (পাঞ্জাবী), ৭নং ওয়ার্ডে জাকির হোসেন (পানির বোতল), সোহেল আহমদ (উটপাখি) ও খলিলুর রহমান (পাঞ্জাবী), ৮নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর আবাব মিয়া (উটপাখি), সাফরোজ ইসলাম (পানির বোতল), আকমল হোসেন (পাঞ্জাবী) ও শামীম আহমদ (ডালিম), ৯নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মঈন উদ্দিন (টেবিল লেম্প), ছমির উদ্দিন (ব্রিজ), আনহার মিয়া (ডালিম), দিপক গোপ (ব্ল্যাকবোর্ড), হাফিজুর রহমান (পানির বোতল), নুরুল ইসলাম (গাজর), আবুল বাহার চৌধুরী (উটপাখি) ও রুপন মিয়া (পাঞ্জাবী)। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে১, ২, ৩ নং ওয়ার্ডে আয়ারুন নেছা (কাঁিচ), ছুফিয়া খানম সাথী (মৌমাছি), ৪, ৫,৬ নং ওয়ার্ডে বাহারজান বিবি (ভ্যানেটি ব্যাগ), সাবেক কাউন্সিলর ফারজানা আক্তার (পুতুল), মিনা রানী পাল (মৌমাছি), মোছা: রাবেয়া বেগম (আঙ্গুর), ডলি বেগম (কাঁচি), ৭, ৮, ৯নং ওয়ার্ডে সুর্বনা শর্মা (পুতুল), খালেদা বেগম (আঙ্গুর) ও নার্গিস ইয়াসমিন(কাঁচি) বরাদ্দ পেয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪