নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্যের হিথ্র বিমান বন্দরে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
ফ্রান্সে আন্তর্জাতিক জলবায়ূ সম্মেলন শেষে ইয়াহইয়া চৌধুরী এহিয়া গত শনিবার যুক্তরাজ্যের হিথ্র বিমানবন্দরে পৌছলে সেখানে আনোয়ারুজ্জামান চৌধুরী ও মুহিবুর রহমানের সাথে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে তাদের মধ্যে আলাপ-আলোচনা হয় এবং ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
