নাজিরবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের শীত বস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

09
মুক্তিযুদ্ধসহ দেশের সর্বক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে

তজম্মুল আলী রাজু ও নূর উদ্দিন :: বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালালউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের সর্বক্ষেত্রে প্রবাসীদের অবদান ছিল। প্রবাসে বসেও দেশ ও জাতীর কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন প্রবাসীরা।কষ্ঠার্জিত টাকা দিয়ে মানবসেবায় নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ঠ ইউকে কাজ শুরু করেছে। আশাকরি একদিন ওই সংগঠক দৃষ্ঠান্ত স্থাপন করবে। সোমবার নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ঠ ইউকের ‘শীত বস্ত্র কম্বল’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ঠ ইউকের সভাপতি মোহাম্মদ মোশাহিদ হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী  সেবুল আহমদ এবং আসাদুজামান নূর আসাদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোসাঈদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ঠ ইউকের ট্রাষ্ঠি আব্দুল খালিক জিতু, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ঠ ইউকের ট্রেজারার মো. তহুর আলী, যুগ্ম-সম্পাদক আবুল কালাম, মুহিত হোসেন, ট্রাষ্ঠি আবুল কালাম, ফয়জুল হক ইকবাল, নুরুল ইসলাম দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়নুল হক আলম, শহিদুল ইসলাম সাহিদ, জামাল আহমদ, জালাল আহমদ, মনির আলী মেম্বার, আমিনুর রহমান শিপতা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রহমত আলী, ডাক্তার আছাবউদ্দিন আছকির, আছারুন নেছা, মজনু মিয়া, শিক্ষানুরাগী মিজানুর রহমান সেলিম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মন্নান রিপন, সফিক আহমদ, মুজিবুর রহমান মঞ্জু, আবুল কালাম রুনু, রুমেল আলী, শাহ সুজা, আব্দুল ওদুদ প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন, লালাবাজার ও দয়ামির ইউনিয়নের প্রায় ১৫ শত দুঃস্থ, অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪