
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ২৫ ডিসেম্বর
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১২ - ২০১৫ | ১০: ৫৬ অপরাহ্ণ | সংবাদটি 381 বার পঠিত

আগামী ২৫ ডিসেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
শনিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান।
সভার পর তিনি সাংবাদিকদের জানান, সব জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা কার্যালয়, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন প্রতিষ্ঠান ও আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রবিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সুতরাং সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ হিসেবে ২৫ ডিসেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।
প্রসঙ্গত, মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে থাকেন।

