
জগন্নাথপুরের ৩ মেয়র প্রার্থীই লন্ডন প্রবাসী
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১২ - ২০১৫ | ২: ০৪ অপরাহ্ণ

জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর পৌসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৩মেয়র প্রার্থী। প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত সাবেক পৌর মেয়র হবিবপুর এলাকার বাসিন্দা আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপি মনোনীত উপজেলা ছাত্রদলের সভাপতি বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষা ও সমাজসেবায় জড়িত ইসহাকপুর এলাকার বাসিন্দা শাহ নুরুল করিম। তিন প্রার্থীই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও অধিকাংশ সময় নিজের জন্ম মাটিতে জনসাধারনের সাথে সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন। নির্বাচনের তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের পর থেকেই ভোটারদের মন জয় করে নির্বাচনে বিজয়ী হতে ৩ প্রার্থীই প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন।