AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আশরাফুলের বিয়ে ১১ ডিসেম্বর

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১০ - ২০১৫ | ৫: ৪২ পূর্বাহ্ণ

ash new marriag colag

ash_new_marriag_colagগত জুলাই মাসেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এরপর আগস্টে এসে জানা যায় তার বিয়ের দিনক্ষণ।

১১ ডিসেম্বর বিয়ে করছেন তিনি। বৌভাত হবে ১২ ডিসেম্বর। সেই হিসেবে আর একদিন বাদেই মানে শুক্রবার আশরাফুলের বিয়ে। আর এর মধ্য দিয়ে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

বলে রাখা ভাল, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।

আরো সংবাদ