AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুর মুক্ত দিবস উদযাপন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৯ - ২০১৫ | ৯: ৫৫ অপরাহ্ণ

Jagannathpur Pic 09-12- 2015

মো: আব্দুল হাই :: ১৯৭১সালের ৯ডিসেম্বর জগন্নাথপুর থানা শুক্রু মুক্ত হয়। প্রতি বছরের ন্যায় বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচী উদযাপন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ইউএনও হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে বিশাল আনন্দ র‌্যালী পৌর শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে সংসদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন মুক্তি সংগ্রামে জগন্নাথপুরে অংশগ্রহনকারী বীর সন্তানদের স্মৃতি চারন করে বলেন তাদের ঋন জাতী কোন দিন সুদ করতে পারবেনা। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যানে আওয়ামীলীগ সরকারের বাস্তব মূখী নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাবেক কমান্ডার আব্দুল কাদির শিকদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আছলম উল্ল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, মুক্তিযোদ্ধা আব্দুল গনী, মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা নচই দাস, মুক্তিযোদ্ধা কবিন্দ্র কুমার দাস, মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দাস, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ কুমার গোপ, মুক্তিযোদ্ধা মুত্রিন দাস, মুক্তিযোদ্ধা শৈলেন নমসুত্র, মুক্তিযোদ্ধা কনাই উল্ল্যা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবুল খয়ের, মাছুম মিয়া, আমির হোসেন, মখলিছুর রহমান, রাসেল মিয়া প্রমূখ।

আরো সংবাদ