দ. আফ্রিকায় খুন হওয়া সিলেটি যুবকের দাফন সম্পন্ন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৯ - ২০১৫ | ৬: ৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্র্রতিবেদক :: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া সিলেটের গোলাপগঞ্জের বাছন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষ্মীপাশা ইউপির জাংগালহাটা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। বাছন ওই গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
বাছন মিয়া গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে রাতে দক্ষিণ আফ্রিকা লেবফোরটিস্থ বাসায় যান। এ সময় একদল সন্ত্রাসী তার রুমে ঢুকে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তিনি দীর্ঘ ৮ বছর ধরে আফ্রিকার লেবফোরটি শহরে একটি ভুসিমালের দোকানে ব্যবসা করে আসছিলেন।
পরিবারের ৭ ভাইবোনের মধ্যে বাছন ছিলেন সবার ছোট। ২০১২ সালে বিয়ে করেন তিনি। দুই বছরের একটি ছেলেও রয়েছে তার। গত ৭ ডিসেম্বর ছুটি কাটাতে দেশে আসার কথা থাকলেও লাশ হয়েই দেশে ফিরেন তিনি।