AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে রোকেয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৯ - ২০১৫ | ৪: ৫১ অপরাহ্ণ

09.12.153-300x181

নিজস্ব প্রতিবেদক :: বেগম রোকেয়া দিবস’১৫ উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বিশ্বনাথ উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মো. মঈনউদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেণ মহিলা কর্মকর্তা পপি রানী তালুকদার।
সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, কৃষি অফিসার আলী নূর রহমান, মৎস্য অফিসার নির্মল চন্দ্র বণিক, যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম সরকার, মহিলা ইউ/পি সদস্য নূরুননাহার ইয়াছমিন, নাজমা বেগম, আঙ্গুরা বেগম। আলোচনা সভা শেষে ৫ জন জয়ীতাকে পুরস্কার বিতরণ করা হয়। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী (সুজিয়া), শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শিখা রানী, সফল জননী (প্রীতি রানী দাশ), নির্যাতনের বিভাসিকা মুছে ফেলে নতুন উদ্যমে (সুহিতা বেগম) ও জীবন শুরুর ক্ষেত্রে চৌধুরী শারমিন রহমানকে পুরস্কৃত করা হয়।

এদিকে, বুধবার বিকেলে রোকেয়া দিবসে আমরাই পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট বিশ্বনাথ উপজেলা এ্যালাইন্সের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও সিএম আনহার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, নাজিমউদ্দিন আহমদ, আব্দুল আহাদ, মো. রুস্তুম আলী, আব্দুল মছব্বির, মো. মধু মিয়া, কবির আহমদ, নবীন সোহেল, সফিক আহমদ পিয়ার, সৌমিত্র ধর, আহমদ জুয়েল, মাজহারুল ইসলাম, নজির আহমদ, রাজা মিয়া, আতিক হাসান তামিম, ফজলুর রহমান লিটন, আবু সুফিয়ান প্রমুখ।

আরো সংবাদ