নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

48646_Nizamiনিউজ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণা হবে আগামী ৬ জানুয়ারি। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপক্ষের দেওয়া যুক্তিখণ্ডন করেন নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানিতে তিনি বলেন, এটা বিশেষ আইনের মামলা। সাধারণ আইনের নয়। তাই স্বাক্ষী কী দেখলো কি-না, তা বিবেচ্য নয়। আইনে অপরাধ প্রমানিত হলে মৃত্যুদণ্ড দেয়ার কথা বলা হয়েছে। জবাবে প্রধান বিচারপতি বলেন, মৃত্যুদণ্ড আছে বলে দিতে হবে এমনটি নয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে অন্য যে কোনো দণ্ড দেয়ার কথাও বলা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। এর পর একই বছর ২৩ নভেম্বর মোট ১৬৮টি যুক্তি দেখিয়ে এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন নিজামীর আইনজীবীরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪