
আহমেদ নুর উদ্দিনের উপর আক্রমন ও মামলা দায়েরের প্রতিবাদে সভা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৭ - ২০১৫ | ১২: ১৬ অপরাহ্ণ | সংবাদটি 687 বার পঠিত

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিনের উপর আক্রমন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার বিশ্বনাথ নতুন বাজারস্থ আল-বোরাক মার্কেটে সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়াকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও হাজী আব্দুল গনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনির আলী, আব্দুর রাজ্জাক, আয়না মিয়া, রফিক আলী, ইউনুছ আলী, মমলিছ আলী, সুনু মিয়া, মসলন আলী, আলতাব আলী, কাওছার খান, সুরমান খান, ছাতির আলী, আতিক মিয়া, এখলাছুর রহমান, কলমদর আলী, বাবুল মিয়া, মখন মিয়া, শাহাব উদ্দিন, হারিছ আলী, আজাদুর রহমান আজাদ, ইলিয়াছ মিয়া, ইরন মিয়া, রবিন পাল, অরবিন্দ দাস, রঞ্জিত পাল, শিবু পাল, কানুলাল দে প্রমূখ।
সভায় বক্তারা ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন গংদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ চিনিমিনি খেললে জনতাকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। -বিজ্ঞপ্তি

