AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের এওয়ার্ড প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৭ - ২০১৫ | ১১: ১৯ অপরাহ্ণ

1234

আমিনুল হক ওয়েছ, লন্ডন থেকে :: শিক্ষার বিকল্প নেই, শিক্ষার মাধ্যমে ব্রিটিশ  বাঙালি কমিউনিটিকে আলোকিত করতে হবে , জাতিকে এগিয়ে  নিয়ে যেতে হবে ।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে উদ্দোগে জিসিএসই এবং এ লেভেল এওয়ার্ড ২০১৫ প্রধান উপলক্ষে লন্ডনের অট্রিয়াম  হলে প্রধান অতিথির বক্তব্যে বারা অব টাওয়ার হ্যামলেটের স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিই একথা গুলো  বলেন ।

সংস্থার সভাপতি  তাহের কামালীর সভাপতিত্বে ও সেক্রেটারি নোমান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের  ডিপুটি মেয়র সিরাজুল ইসলাম, চ্যানেল এস ডিরেক্টর তাজ চৌধুরী, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা ইউছুফ কামালী, আঙ্গুর আলী, তারিফ আহমদ, আকিক এফ রহমান,  এক্স মেয়র দরছ উল্লাহ, এলাইছ মিয়া মতিন, আব্দুস শহীদ, সৈয়দ খালেদ মিয়া ওয়ালিদ, মাহবুবুল হক শেরিন,  ফিরুজ হোসেন কামালী, মামুন রশীদ এমবিই, সুমন আহমদ, আব্দুস সাত্তার, তফজ্জুল হোসেন, কামাল হোসেন, রফিক মিয়া, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ, সাদেক মিয়া  প্রমূখ । অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ ।
অনুষ্ঠানে অন্যান্যের মধে্ উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ফাউন্ডশনের ডিজি শামীম মুহাম্মদ আফজাল,  বিশ্ববাংলানিউজ২৪কম সম্পাদক এম রহমান বেলাল, মাস্টার আমির উদ্দিন, সুয়েব কামালী, সৈয়দ আব্দুল হাসিব, আকিক খান, আবুল কালাম আজাদ ও জগন্নাথপুর টাইমস্ ডটকম এর সহকারি বাতর্া সম্পাদক আবদাল কামালী  প্রমূখ ।

প্রধান অতিথি ধন্যবাদ জানিয়ে আরো বলেন- জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে শধু জিসিএসসি, এ লেভেল, স্বাস্থ্য ক্রীড়া ক্ষেত্রে নয়, কমিউনিটির প্রত্যেক সেক্টরে এগিয়ে আসা উচিত । এ সংস্থার প্রতিটি কাজ আর্তমানবতার কল্যাণে, তাই সমাজের প্রত্যেক সচেতন নাগরিকের সহযোগিতার হাত বাড়ানো উচিত । আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের ভালভাবে সুশিক্ষা গ্রহণ করে শেকড়ের সন্ধানে কাজ করতে হবে, কমিউনিটির জন্য নিজেকে উৎসগর্ করে জগন্নাথপুরের ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করতে হবে, বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে মনে রাখতে হবে। অনুষ্ঠানে শেষে নৈশভোজের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয় ।image1 (1)

আরো সংবাদ