AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে দেওকলস ইউনিয়নে আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৬ - ২০১৫ | ৯: ৪২ অপরাহ্ণ

DSC_0117

বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে আওয়ামী লীগের এক কর্মী সভায় বক্তারা অভিযোগ করে বলেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অমাণ্য করে দলে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। তারা বলেন দলের অভ্যন্তরে বিতর্কীত ও অন্যদলের সুবিধাভোগীদের দল থেকে বের করে দেয়ার বার বার নির্দেশ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
রবিবার দেওকলস ইউনিয়নের গোদামঘাটে এক কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য প্রধান করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: সুন্দর আলীর সভাপতিত্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান, বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছয়ফুল হক, দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আছলম খাঁন, সাবেক যুগ্ম সাধারণ শেখ শহিদুল ইসলাম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম ফিরোজ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা তাজ উদ্দিন খান শিশু, বিশিষ্ট শিক্ষাবিদ মো: আব্দুল মুকিত, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক বসারত আলী বাছা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু সমকুমার দাস, সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, শেখ নুর মিয়া, যুবলিগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিলু, জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, অলংকার ইউনিয়নের সাবেক সহ-সভাপতি হাজী লোকমান হোসেন, আওয়ামী লীগ নেতা মাষ্টার হানীফ আলী, মাষ্টার কবির আহমদ, শাহ আজমল ইসলাম রাজন, মো: লিয়াকত আলী, আফতাব আলী, দেওকলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আখতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মিয়া মো: আমরুজ, আরব আলী, সিরাজ মিয়া, ওয়াদুদ মিয়া, সুন্দর আলী, চুনু মিয়া, মনিরুজ্জামান, আঙ্কুর মিয়া মেম্বার , বেলাল আহমদ, নুরুল ইসলাম, সঞ্জিত আসার্জ্য, হাজী মানিকুর রহমান, রিয়ান খান, হিরন মিয়া, রায়হান খান, জয়নাল আবেদিন, রাসেল মিয়া, জমির আলী প্রমুখ। সভায় বক্তারা বিশ্বনাথ, ওসমানী নগর বালাগঞ্জ উপজেলার নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ