AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৬ - ২০১৫ | ৬: ৪৪ অপরাহ্ণ

DSC_0081

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যক্তি স্বার্থের রাজনীতিতে বিশ্বাসী নন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করেন। আর তাই যখনই জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, তখনই এসব মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আর কোন সরকারের আমলে তা সম্ভব হয়নি। তিনি আরোও বলেন, এঅঞ্চলের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করে জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তিনি রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী আফছর মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা যুবলীগ নেতা আবদুর রউফ, দেওকলস ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেল খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল আলীম সুমন।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুক মিয়া, বিভিন্ন ওয়ার্ড কমিটির পক্ষে বক্তব্য রাখেন ফরিদ মিয়া, সিতাব আলী, গৌছ উদ্দিন, নিশি কান্ত পাল, সোবা মিয়া, রফিক মিয়া, জিলু মিয়া। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম আহমদ, আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক কাছা মিয়া মেম্বার, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, তাজুল ইসলাম, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, উপজেলা ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমূখ।

আরো সংবাদ