AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্র্যাডফোর্ডে  টেলেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ বাস্তবায়ন কমিটি গঠন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৫ - ২০১৫ | ৪: ৩৬ অপরাহ্ণ

image1 1

image1 (1)আমিনুল হক ওয়েছ, লন্ডন থেকে :: গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (BCA ) এ টেলেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ এর দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আনসার হাবিবের পরিচালনায়  সভায় বক্তারা ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটিকে অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন আরেকটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । সভায় সর্বস্থরের কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতির মধ্যে মতামত ব্যক্ত করেন আব্দুর রব ,মো: আব্দুল হান্নান চৌধুরী,আব্দুস সালাম ,সুহেব আহমেদ ,শফিকুল ইসলাম , মজম্মিল আলী ,মো:  ছৈফুর রহমান, সারোয়ার আহমেদ সুজন, দিলওয়ার হুসেন ,হামজা মিয়া ও আব্দুস সামাদ  প্রমুখ ।
সুষ্ঠুভাবে টেলেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে জনাব আনসার হাবিব’কে মূল সমন্বয়ক  করে  ৭ সদস্য বিশিষ্ট একটি  বাস্তবায়ন কমিটি  গঠন করা হয় । উক্ত কমিটিতে  দায়িত্ব প্রাপ্তরা  হলেন :  ছৈফুর  রহমান এবং আব্দুর রব তথ্য সমন্বয়ক  , আব্দুল হান্নান চৌঃ ও  আব্দুস সালাম  আপ্যায়ন ও ভেনুর দায়িত্বে, ,  এবং মিডিয়া কাভারিং এর দায়িত্বে সারোয়ার আহমেদ সুজন ও জাহান আলম ।
সভায় অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অথবা ৩০ ডিসেম্বর ।
জনাব আব্দুল হান্নান তাঁর বক্তব্যে ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটির সবার সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান করে বলেন – আমরা আমাদের আগামী প্রজন্মকে তাদের মেধার বিকাশ এবং এর সঠিক ব্যবহারের লক্ষ্যে তাদের এচিভমেন্টকে পুরস্কৃত করতে চাই । যাতে তারা আগামীতে জ্ঞান গরিমায় আরো এগিয়ে যেতে পারে , এর
মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সুনাম আরো বৃদ্ধি পাবে । এবছর যারা জি,সি,এস,ই , এ লেভেল , অনার্স ,মাস্টার্স এবং বিভিন্ন একাডেমিক প্রফেশন যেমন : ডাক্তার , ইঞ্জিনিয়ার ও অন্যান্য ক্ষেত্রে যারা অবদান রাখছেন তাদেরকে টেলেন্ট অ্যাওয়ার্ড প্রদানের  সিদ্ধান্ত গৃহিত হয় ।
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন কমিটির যেকোনো সদস্যের সাথে বা ব্র্যাডফোর্ডের বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (BCA ) এ যোগাযোগ করে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দেয়ার জন্যে অনুরোধ করা হয়েছে ।

আরো সংবাদ