জগন্নাথপুরে পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৪ - ২০১৫ | ১২: ৩৩ অপরাহ্ণ
মো: আব্দুল হাই :: বিপুল উসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে শান্তিপূর্নভাবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো: হুমায়ুন কবিরের কাছে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ ও সাধারন কাউন্সিলর পদে ৩৪জনসহ মোট ৪৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদল সভাপতি রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শফিকুল আহমদ ভুইয়া, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল নূর, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র প্রমূখ। বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদের মনোনয়নপত্র রিটানিং অফিসারের কাছে জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারন সম্পাদক হাজি হারুনুজ্জামান, বিএনপি নেতা শামছুল ইসলাম শমছু প্রমূখ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ও ৩ নং ওয়ার্ড থেকে আয়ারুন নেছা (বর্তমান কাউন্সিলর), সাফিয়া খানম সাথী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বাহারজান বেগম (বর্তমান কাউন্সিলর), মীনা রানী পাল(সাবেক কমিশনার), ফারজানা আক্তার (সাবেক কাউন্সিলর), ডলি বেগম, রাবিয়া বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড থেকে সুবর্না রানী শর্মা (সাবেক কাউন্সিলর), খালেদা বেগম, নার্গিস ইয়াছমিন। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে খলিলুর রহমান (বর্তমান কাউন্সিলর), শাহীনুর রহমান, আব্দুল ওয়াহাব, ২নং ওয়ার্ড থেকে মামুন আহমদ (বর্তমান কাউন্সিলর), নিজামুল করিম, ৩নং ওয়ার্ড থেকে মো: তাজিবুর রহমান (বর্তমান কাউন্সিলর), লিটন মিয়া, আফরোজ আলী, লেবু মিয়া, ৪নং ওয়ার্ড থেকে সুহেল আমীন (বর্তমান কাউন্সিলর), কামাল হোসেন, দেলোয়ার হোসেইন, হেলাল আহমদ, ৫নং ওয়ার্ড থেকে শফিকুল হক শফিক (বর্তমান কাউন্সিলর), মো: আব্দুল কাইয়ুম, ৬নং ওয়ার্ড থেকে গিয়াস উদ্দিন মুন্না (বর্তমান কাউন্সিলর), আবু সুফিয়ান ঝুনু (সাবেক কমিশনার), এডভোকেট আমিরুল ইসলাম এনাম, গোবিন্দ দেব, ৭নং ওয়ার্ড থেকে সুহেল আহমদ, খলিল, জাকির হোসেন, ৮নং ওয়ার্ড থেকে আবাব মিয়া (বর্তমান কাউন্সিলর), আকমল হোসেন, সাফরোজ ইসলাম মুন্না, শামীম আহমদ, ৯নং ওয়ার্ড থেকে মঈন উদ্দিন (বর্তমান কাউন্সিলর), হাফিজুর রহমান, দীপক গোপ, আনহার মিয়া, নুরুল ইসলাম, ছমির উদ্দিন, আবুল বাহার চৌধুরী, রূপন মিয়া।