
বিশ্বনাথ উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সভা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৩ - ২০১৫ | ৬: ২৭ অপরাহ্ণ | সংবাদটি 531 বার পঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় উদযাপন উপলক্ষে বুধবার বিশ্বনাথ উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আসিক আলী, আলতাব হোসেন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন, শাহ নেয়াজ চৌধুরী সেলিম, জহুর আলী, নিজাম উদ্দিন, ইউসূফ আলী, কামরুজ্জামান সেবুল, আঙ্গুর মিয়া, জাবেদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফী সামছুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রউফ, সামছুল কবির ইমরুজ প্রমূখ।
সভায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ১ম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। -বিজ্ঞপ্তি

