AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে পৌর নির্বাচনে ৫১ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২ - ২০১৫ | ৫: ২৫ অপরাহ্ণ

7502

মো: আব্দুল হাই :: আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। গতকাল বুধবার পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে মেনানয়নপত্র সংগ্রহ করেছেন ৫১জন প্রার্থী। মেয়র পদে ৬জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন এবং সাধারন কাউন্সিলর পদে ৩৫জন । উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার জানান, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মনাফ (আ:লীগ), সাবেক পৌর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশীদ ভুইয়া (আ:লীগ), যুক্তরাজ্য প্রবাসী শাহ নুরুল করিম (আ:লীগ), যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান (আ:লীগ), উপজেলা ছাত্রদলের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ (বিএনপি), ফুটবলার আবিবুল বারী আয়হান (বিএনপি)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ও ৩ নং ওয়ার্ড থেকে আয়ারুন নেছা (বর্তমান কাউন্সিলর), সাফিয়া খানম সাথী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বাহারজান বেগম (বর্তমান কাউন্সিলর), মীনা রানী পাল(সাবেক কমিশনার), ফারজানা আক্তার (সাবেক কাউন্সিলর), ডলি বেগম, রাবিয়া বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড থেকে সুবর্না রানী শর্মা (সাবেক কাউন্সিলর), খালেদা বেগম, নার্গিস ইয়াছমিন। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে খলিলুর রহমান (বর্তমান কাউন্সিলর), শাহীনুর রহমান, আব্দুল ওয়াহাব, ২নং ওয়ার্ড থেকে মামুন আহমদ (বর্তমান কাউন্সিলর), নিজামুল করিম, ৩নং ওয়ার্ড থেকে মো: তাজিবুর রহমান (বর্তমান কাউন্সিলর), লিটন মিয়া, আফরোজ আলী, লেবু মিয়া, ৪নং ওয়ার্ড থেকে সুহেল আমীন (বর্তমান কাউন্সিলর), কামাল হোসেন, দেলোয়ার হোসেইন, হেলাল আহমদ, মো: রশিদ আহমদ, ৫নং ওয়ার্ড থেকে শফিকুল হক শফিক (বর্তমান কাউন্সিলর), মো: আব্দুল কাইয়ুম, ৬নং ওয়ার্ড থেকে গিয়াস উদ্দিন মুন্না (বর্তমান কাউন্সিলর), আবু সুফিয়ান ঝুনু (সাবেক কমিশনার), এডভোকেট আমিরুল ইসলাম এনাম, গোবিন্দ দেব, ৭নং ওয়ার্ড থেকে সুহেল আহমদ, খলিল, জাকির হোসেন, ৮নং ওয়ার্ড থেকে আবাব মিয়া (বর্তমান কাউন্সিলর), আকমল হোসেন, সাফরোজ ইসলাম মুন্না, শামীম আহমদ, ৯নং ওয়ার্ড থেকে মঈন উদ্দিন (বর্তমান কাউন্সিলর), হাফিজুর রহমান, দীপক গোপ, আনহার মিয়া, নুরুল ইসলাম, ছমির উদ্দিন, আবুল বাহার চৌধুরী, রূপন মিয়া। নির্বাচনের তফশিল অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।

আরো সংবাদ