জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী রাজু আহমেদ মনোনিত
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২ - ২০১৫ | ১২: ০৮ পূর্বাহ্ণ
জগন্নাথপুর অফিস :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হয়ে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দীতা করবেন উপজেলা ছাত্রদলের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ। বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় চুড়ান্ত প্রার্থী তালিকায় রাজু আহমেদকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়। প্রার্থী চুড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
রাজু আহমদ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা উস্তার আলীর পুত্র। এদিকে প্রথম বারের মতো দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনে মেয়র পদে রাজু আহমেদ মনোনয়ন পাওয়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ ও তৃনমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।