AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বাঙালির প্রতিটি দু:সময়ে পাশে ছিলেন নোরা শরিফ -লন্ডনে গাফ্ফার চৌধুরী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১ - ২০১৫ | ২: ৪৬ অপরাহ্ণ

unnamed

আমিনুল হক ওয়েছ, লন্ডন থেকে :: বাঙালির মহান মুক্তি সংগ্রামে একজন বিদেশীসিনী হয়েও নোরা শরিফের ভূমিকা ছিল অনন্য। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কারারুদ্ধ হলে তার মুক্তির আন্দোলন ও যুক্তরাজ্য কিউসি পাঠাতে এবং প্রবাস থেকে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে নোরা শরিফ বিশেষ ভূমিকা পালন করেন। নোরা শরিফ আইরিশ বংশোদ্ভুত হয়েও পরিপূর্ণ বাঙালীত্ব ধারন করে ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোরা শরিফের অবদান ভুলবার নয়। তেমনি ৭৫’র পরবর্তী বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবীতে নোরা শরিফ ছিলেন সর্বদা স্বরব। এমনকি ১/১১ এর সময় জননেত্রী শেখ হাসিনা কারারুদ্ধ হলে যুক্তরাজ্যের প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রথম কাতারে ছিলেন নোরা শরিফ। সোমবার ৩০ নভেম্বর নোরা শরিফের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট অমর একুশে গানের রচিয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে মহান মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধু হিসেবে খেতাব প্রাপ্ত বিমান মল্লিক বলেন, মানুষকে আপন করে নেয়ার অসাধারণ ক্ষমতা ছিলেন প্রয়াত নোরা শরিফের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার অবদানের জন্য তিনি বাঙালির কাছে স্মরনীয় হয়ে থাকবেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের স্ত্রী প্রয়াত নোরা শরিফের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদির। তিনি বলেন, নোরা শরিফ ছিলেন নিজের আলোয় আলোকিত। বাঙালির মুক্তি সংগ্রামে তার অবদান বাঙালির হৃদয়ে থাকবেন যুগ যুগান্তরে।

সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মজম্মিল আলী, শাহ আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ এনাম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ইসহাক কাজল, যুক্তরাজ্য জাসদ এর সহ সভাপতি মুজিবুল হক মনি, নারী জোটের সভানেত্রী রুবি হক, বিশিষ্ট গবেষক ফারুক আহমদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুগ্ম সম্পাদক আফছর খান সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আইন বিষয়ক সম্পাদক ফজরুল হক এনাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক সায়েক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুশান্ত দাস গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামীলীগের ইমিগ্রেশন সম্পাদক এডভোকেট এম এ করিম, শিল্প ও বানিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, আন্তর্জাতিক সম্পাদক কাওছার আহমদ চৌধুরী, ধর্ম সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা রেখা ফারুক, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ব্যারিস্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক অনুকুল তালুকদার ডালটন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজন্তা দেব রায়, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়াদ আহমদ ছাদ, সাধারণ সম্পাদক ছানু মিয়া, যুগ্ম সম্পাদক ঝলক পাল, আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য শামীম আহমদ, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম অকিব, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী খালেদা কুরেশী, সহ সভানেত্রী আঞ্জুমানারা অঞ্জু, হোসনে আরা মতিন, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সহ সভাপতি সৈয়দ গোলাব আলী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, সৈয়দ আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুবলীগ নেতা সৈয়দ তারেক, এম এ আলী, আনোয়ারুল ইসলাম, এম ইকবাল হোসেন, সামছুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, নাহিদ জায়গিরদার, যুক্তরাজ্য তরুন লীগের সভাপতি জুবায়ের আহমদ, কমিউনিটি নেতা সাবেক কাউন্সিলার নূর উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী বশির উদ্দিন, কর্মজীবীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ জয়, প্রজন্ম ৭১’র এর সভাপতি বাবুল হোসেন, সহ সভাপতি আব্দুল্লাহ, যুব মহিলালীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন, সাধারণ সম্পাদক সাজিয়া ¯িœগ্ধা, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, সহ সভাপতি সারোয়ার কবির,
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

আরো সংবাদ