
জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৩০ - ২০১৫ | ১১: ১৪ অপরাহ্ণ

সভাপতি সুমন, সম্পাদক রনি
জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিপুল সংখ্যক ক্রিকেট তারকাদের উপস্থিতিতে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে তফজ্জুল হক সমনকে সভাপতি ও আবু হেনা রনিকে সাধারন সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ হিলাল আহমেদ, হোসেন আলী, কল্যান কান্তি রায় সানী, আমির হোসেন আহাদ (লাল), সায়মন হোসেন, শাহ রুহেল, আজহার আহমেদ, সহ-সাধারন সম্পাদক জাকারিয়া আহমেদ, জাকারিয়া জিকু, সুলেমান আহমেদ, সৈয়দ সাইদুল হক, রুয়েল আহমেদ, সৈয়দুর রহমান, টিটু আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক জুমেল, আশিক আলী, আশরাফুল হক, শাহজাহান, সজিব রায় দুর্জয়, প্রচার সম্পাদক টনি মিয়া, সহ প্রচার সম্পাদক জাকারিয়া, ময়ুক ভট্রাচার্য্য, এমডি মুন্না, ক্রীড়া সম্পাদক মহিব, সহ ক্রীড়া সম্পাদক লিংকন, দপ্তর সম্পাদক মারুফ মিয়া, সহ দপ্তর সম্পাদক জুবেদ মিয়া, শুভ, সমআনিত সদস্য অনন্ত গোপ, আক্কাছ আলী, মুক্তাদুল, সুজন আহমদ, নাছির মিয়া, নাছির উদ্দিন, রাজু মিয়া, আবেদ মল্লিক, নজিব মিয়া, লিমান, কামাল। পরে নব-গঠিত কমিটির সদস্যরা সোহার্দ্যপূর্ন মনোভাবে ক্রিকেট এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় অঙ্গীকার বদ্ধ হন।
