
জাতিসংঘের বিবৃতি বাংলাদেশের প্রত্যাখ্যান
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৬ - ২০১৫ | ৯: ৩০ অপরাহ্ণ | সংবাদটি 838 বার পঠিত

নিউজ ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জাতিসংঘের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দেয়া বিবৃতি খণ্ডন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় সম্পর্কে ভুল ধারণার ভিত্তিতে ওই বিবৃতি দেয়া হয়েছে বলে মনে করে বাংলাদেশ। বিবৃতিতে যে উপসংহার টানা হয়েছে তাতে বাংলাদেশ ‘হাইলি ডির্স্টাবড’ বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য সাজা দেয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থান নয়, বরং ১৯৭১ সালের অপরাধের জন্যই তাদের বিচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি। এতে বলা হয়েছিল, বিচারে সুষ্ঠুতা নিয়ে সন্দেহ দেখা দেয়ায় দীর্ঘদিন ধরে আমরা সতর্ক করছি যে, বাংলাদেশ সরকারের উচিত হবে না মৃত্যুদণ্ড কার্যকর করা। – See more at: http://www.dailynayadiganta.com/detail/news/72699#sthash.RDcqdiyz.dpuf

