
বাংলাদেশকে এক কোটি ডলার দেবে আইসিসি
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৬ - ২০১৫ | ১২: ২৮ অপরাহ্ণ | সংবাদটি 978 বার পঠিত

গঠনতন্ত্র সংশোধন করে গত বছর ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসিকে নিজেদের মুঠোয় ভরে ফেলেছে তিন স্বঘোষিত মোড়ল- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এতে ক্ষতিগ্রস্ত আইসিসির বাকি সাত পূর্ণ সদস্য দেশকে শান্ত রাখতে তখনই পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। তার অংশ হিসেবেই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে গঠিত তহবিল থেকে সাত সদস্য দেশকে এক কোটি ডলার করে দেবে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক কোটি ডলার পাবে।
তবে একসঙ্গে পাওয়া যাবে না পুরো অর্থ। আট বছর ধরে অর্থটা দেবে আইসিসি। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বাদে বাকি সাত টেস্টখেলুড়ে দেশকে প্রতি বছর ১.২৫ মিলিয়ন ডলার করে দেয়া হবে। ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম কিস্তির অর্থ পাবে সাত বোর্ড।

