AM-ACCOUNTANCY-SERVICES-BBB

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে মাল্টায় গেছেন ছাতকের সাংবাদিক আমিরুল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৫ - ২০১৫ | ৭: ৪০ অপরাহ্ণ

amirul

amirulছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ছাতক প্রেসক্লাবের অফিস সম্পাদক আমিরুল হক সোমবার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ৭টায় মাল্টার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বিকেল ৪টায় সেখানে পৌঁছেছেন। কমনওয়েলথ্ এর আমন্ত্রণে মাল্টায় ২৩নভেম্বর থেকে ২৬নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি যোগ দিবেন। ২৭নভেম্বর কমনওয়েলথ রাষ্ট্র প্রধানদের সম্মেলন শেষে তিনি ফ্রান্স, ইতালী, জার্মানসহ কয়েকটি দেশ ভ্রমন শেষে ১৫ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এসব দেশ সফরকালে সেদেশের মিডিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে। যাবার প্রাক্কালে বিমান বন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহ-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, নির্বাহী সদস্য ছায়েম আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ