AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের বার্ষিক সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৪ - ২০১৫ | ৬: ১৫ অপরাহ্ণ

biswanatheducationtrust

বিপুল সংখ্য প্রবাসী ও ট্রাষ্টিবৃন্দের উপস্থিতিতে এই প্রথমবারের মত লন্ডনের বাইরে বার্মিংহামে গত ২২ নভেম্বর রবিবার অনুষ্টিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের বার্ষিক সাধারণ সভা। সংগঠনের চেয়ারপার্সন মির্জা আসহাব বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মখরম আলী আফরোজ ও শেখ মোদাব্বির হোসেন মধু।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরি কমিটির সদস্য আসাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার জুলকার নাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ইউকে এন্ড আয়ার এর জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিন। সভার শুরুতে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম, আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মিসবাহ উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান হাসন আলী, মো: আব্দুস সত্তার, সাবেক চেয়ারপার্সন শাহ আজিজুর রহমান, প্রতিষ্ঠাতা সেক্রেটারী সিরাজুল ইসলাম, সাবেক সেক্রেটারী মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মতছির খান, সংগঠনের এসিসটেন্ট ট্রেজারার তৈয়বুর রহমান, প্রেস সেক্রেটারী ওয়াহিদ আলী, কালচারাল সেক্রেটারী মানিক মিয়া, কাযকরি কমিটির সদস্য মনির আলী, কদর উদ্দিন, ফারুক মিয়া, মনির আলী সুফি, মনির উদ্দিন বশির, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি আবুল কালাম আজাদ, মাহফিজ খান, শাহিদুর রহমান, আব্দুল আজিজ নানু, মাখন মিয়া, আব্দুল খালিক, হরমুজ আলী, মির্জা আছকির বেগ, আফাজ মিয়া, প্রফেসর নূরুল ইসলাম, শাহ শামীম, মনির আহমদ, শামসাদুর রহমান রাহিন, নোয়াব আলী, আব্দুল ওদুদ শাহেল আনা মিয়া, মোবারক আলী, মুহাব্বত শেখ, নেছার আহমদ, আব্দুস ছোবহান, ইলিয়াস আলী পাশা, আব্দুস সালাম, সামস উদ্দিন সামস, আব্দুল গফুর, জামাল উদ্দিন, শাহ জয়নাল আবেদিন, নিজাম উদ্দিন, কবির মিয়া, আখলাকুর রহমান, সিরাজুল ইসলাম, আশরাফ মাফাজ্জুল, সিরাজুল ইসলাম, আব্দুর রব, জামাল হোসেন, ফারুক মিয়া, আল আমিন, শাহ ফিরোজ আলী, শেখ মবশ্বির আলী, দৌলত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ, সাবেক শিক্ষক সামছুজ্জামান জামান, তরুন কমিউনিটি নেতা জাকেল বখত চৌধুরী জুয়েল, ফজলু মিয়া, গোলজার আহমদ ফয়সল, রাসেল আহমদ, আবুল কালাম প্রমুখ।

সভায় বেশ কয়েকজন নতুন ট্রাষ্টিকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ট্রাষ্টিদের অবহিত করা হয় এবং ভবিষ্যতে ট্রাষ্টের কার্যক্রম আরো গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

biswanatheducationtrust2

আরো সংবাদ