AM-ACCOUNTANCY-SERVICES-BBB

লন্ডনে গোয়াইনঘাট ওয়েলফেয়ার ওরগানাইজেশনের সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২২ - ২০১৫ | ১১: ১১ অপরাহ্ণ

guiangat

guiangatগোয়াইনঘাট ওয়েলফেয়ার ওরগানাইজেশনের উদ্যোগে এক সভা গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি গোলাম জিলানির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুফী সুহেল আমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিতি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টিভ অব স্কুল গবর্নরের চেয়ারপার্সন শাহানুর আহমদ খান , বিশিষ্ট সাংবাদিক সৈয়দ জহুরুল হক , সংগঠনের উপদেষ্টা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, কমিউনিটি নেতা আলহাজ্ব শফিকুর রহমান , মাওলানা নাজিম উদ্দিন , মোক্তার আহমদ ,আজির উদ্দিন , আব্দুল হক , বশির আহমদ, জয়দেব শেখর রায় , মিসবাহ উদ্দিন , এনামুল হক রুহেল ,আলী আহমদ প্রমুখ । সভায় বক্তারা গোয়াইনঘাট সেন্ট্রাল মসজিদ ভেংগে নতুন করে একটি মসজিদ পুনর্নিমানের সিদ্ধান্তকে সমর্থন জানান । একই সাথে মসজিদ টি পুনর্নিমানের লক্ষ্যে প্রবাসিদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয় ।সভায় গোয়াইনঘাটের বিভিন্ন রাস্তা সংস্কারের লক্ষে স্থানীয় এমপি জননেতা ইমরান আহমদ প্রতি আহবান জানানো হয় । সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাজিম উদ্দিন ।

আরো সংবাদ