AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নিজামীর মামলা ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে -অ্যার্টনি জেনারেল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২২ - ২০১৫ | ১০: ৪৩ অপরাহ্ণ

nizami

nizamiনিউজ ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

রোববার   দুপুরে সুপ্রিম কোর্টের  নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাহবুবে আলম বলেন, `মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি চলছে। এরই মধ্যে বেশ কয়েক দিনের শুনানি হয়েছে। চলতি সপ্তাহেও হবে। আশা করছি, সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ার আগে অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে এ শুনানি শেষ হবে।’

তিনি বলেন, ‘এটা আমার প্রত্যাশা। যদি এর মধ্যে অন্য কোনো মামলা এসে যায়, তাহলে ভিন্ন কথা।’

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ সরকার ক্ষমতায় না থাকলে এ বিচার হতো না। যারা ক্ষমতায় থাকেন তাদের চরিত্র কী, সেটা দেখতে হবে। দুজনের দণ্ড কার্যকর হওয়ার পর পুরো জাতি যেখানে স্বস্তিবোধ করছে, সেখানে একটি রাজনৈতিক দলের বক্তব্যে আমি খুব ব্যথিত হয়েছি।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।

এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন মতিউর রহমান নিজামী। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।

Aminul Haque scaled