AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিবাহ সহায়তা প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৪ - ২০১৫ | ৫: ৪৫ অপরাহ্ণ

12282908 1642219826026335 95272119 n

12282908_1642219826026335_95272119_nনিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের খাজাঞ্চীতে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি দরিদ্র পরিবারকে বিবাহ সহায়তা প্রদান করা হয়েছে। গত ২০ নভেম্বর শুক্রবার সকালে এই বিবাহ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি শামিম আহমদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আল মামুন, সদস্য হাফিজ শাহ জালাল, হারুন আহমদ, বুরহান উদ্দিন, দুলাল মিয়া, আনছার মিয়া, হুসাইন আহমদ প্রমূখ।

উল্লেখ্য, ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এন এ সেলিম এর পক্ষ থেকে একটি পরিবারকে বিবাহ সহায়তা প্রদান করা হয়।

আরো সংবাদ