আলী আহসান মোহাম্মদ মুজাহিদ-সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

70639_197নিজস্ব প্রতিবেদক :: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১২ টা ৪৫ মিনিটের পর সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকর হয়। বুধবার যখন আপিল বিভাগ তাদের রিভিউ আবেদন খারিজ করে দেয় তখনই নিশ্চিত হয়ে যায় মৃত্যুদণ্ড কার্যকর শুধুই সময়ের ব্যাপার মাত্র। কারাকতৃপক্ষ এবং সংশ্লিষ্ট দফতর তাদের কার্যক্রম এগিয়ে নেয়। বৃহস্পতিবার রাতে রিভিউ খারিজের রায় গিয়ে পৌঁছায় কারাগারে। এরপরই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইবেন কি-না সে প্রশ্ন সামনে আসে।

শুনবার আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন। তবে এ খবর নাকচ করে দেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার। এ দুইজনের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪