বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে শুক্রবার তরেক জিয়ার ৫১তম জন্মদিন পালন করে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাডফোর্ড যুবদলের সভাপতি রুহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাডফোর্ড ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সভাপতি মিরাশ আলী, ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মালিক,বিএনপি নেতা তুরন মিয়া, ব্র্যাডফোর্ড যুবদলের সহ-সভাপতি জুনেদ চৌধুরী, ব্র্যাডফোর্ড যুবদল নেতা হারুন মিয়া, ব্র্যাডফোর্ড যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক শেখ আবদুল হেকিম, সম্ভাব্য সাংগঠনিক সম্পাদক রুমন মিয়া, ব্র্যাডফোর্ড যুবদলের সদস্য তছির আলী, জুয়েল মিয়া, শাহান মিয়া, বাবুল মিয়া, আবদুস শহিদ, লাকি মিয়া প্রমূখ। এসময় ব্র্যাডফোর্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি