AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ফ্রান্সে মিলিনিয়াম টিভির বর্ষপূর্তি পালন 

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২০ - ২০১৫ | ৩: ০৬ অপরাহ্ণ

DSC_2219
এনায়েত হোসেন সোহেল, প্যারিস (ফ্রান্স) থেকে ::
 ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক উত্সাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে পালিত হলো ইউরোপ ও আমেরিকার জনপ্রিয় টিভি চ্যানেল মিলিনিয়াম টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান। গতকাল বুধবার বিকেলে গার দো নোর্দের ক্যাফে বাংলা রেস্টুরেন্টে প্যারিসের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ,জন্মদিনের কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয় ।
মিলিনিয়াম টিভি চ্যানেলের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলিনিয়াম টিভির  ফ্রান্স ব্যুরো প্রধান এনায়েত হোসেন সোহেল। প্যারিস -বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির ফ্রান্স ব্যুরো লুত্ফুর রহমান বাবুর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ওয়াহিদ ভার তাহের,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,ইয়থ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা ,প্যারিস মহানগর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম,প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির,কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি,প্রচার সম্পাদক নয়ন মামুন ,ব্যাঙ্কার আওয়াল রহমান দ্বীপ,ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,সর্ব ইউরোপিয়ান আওয়ামী কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,সাংবাদিক ফরহাদ মাজহার,ফরিদ আহমদ রনি, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সহ সভাপতি বাবর আহমদ ,যোগাযোগ বিষয়ক সম্পাদক পারুল আহমদ,সহ ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসেন,বিয়ানীবাজার জনকল্যান  ট্রাষ্টের সহ সভাপতি ফয়জুল ইসলাম,ফ্রান্স আওয়ামী কর্মজীবী লীগের সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন,সহ সভাপতি ময়্জুল ইসলাম, বিয়ানীবাজার জনকল্যান  ট্রাষ্টের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম আহমেদ,সহ সভাপতি আলী আহমদ,সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান,সহ প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ,সহ সাংস্মৃতিক সম্পাদক,শাহ আলম,সদস্য আলী আহমদ,সাংবাদিক আব্দুল করিম,সংস্মৃতি কর্মী আব্দুল ওয়াদুদ,সুলতান আহমদ  প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মিলিনিয়াম টিভি দিন দিনই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে । দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে । আজকের দিনে মিলিনিয়াম টিভির সাফল্যতা কামনা করছি । দেশে বর্তমানে অনেক বেসরকারী টেলিভিশন চ্যানেল কাজ করছে । এ সব টিভি চ্যানেল বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিতি করে তুলছে । কিন্তু কিছু বিদেশী চ্যানেল রয়েছে যাদের অপসংস্কৃতি আমাদেরকে ঘিরে ফেলেছে । এদের ভালো অনুষ্ঠান আমরা দেখবো আর খারাপটা বর্জন করবো ।
বক্তারা বলেন, মিলিনিয়াম টিভি দলমত নির্বিশেষে  বিশেষ করে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সকল প্রকার সংবাদ পরিবেশনে নিরপেক্ষ ভুমিকা রাখবে। আমাদের দেশের সম্মান যাতে করে আরো প্রসারিত হয় এ দিকে লক্ষ রাখবে।
পরে উপস্থিত অতিথিরা মিলিনিয়াম টিভির বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।

আরো সংবাদ