রহিম সভাপতি, করিম সম্পাদক
যুক্তরাজ্য যুবদলের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়ক এবং যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের প্রথমবারের মতো সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন সোয়ালেহিন করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে লায়েক মোস্তফা।
সোমবার দুপুর পূর্ব লন্ডনের আমানা সেন্টারে আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যুবদলের আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ। এসময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
পরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। এতে ভোটাররা অত্যান্ত সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের মাধ্যমে তাদের নতুন নেতা নির্বাচিত করে।
ভোট গণনায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন,যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সভাপতি নাসিম আহমদ চৌধুরী, সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে সভাপতি পদে অপর দুই প্রার্থী ছিলেন মোস্তাক আহমেদ ও মঞ্জুর আশরাফ খান, সাধারণ সম্পাদক পদে অপর দুই প্রার্থী ছিলেন আফজাল হোসেন, বাবর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে অপর তিন প্রার্থী ছিলেন, জিয়াউল ইসলাম জিয়া, সেবুল মিয়া, ওবায়দুল হক চৌধুরী।