AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরের গ্রেফতার আতংকে পুরুষ শুন্য জয়নগর গ্রাম

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৬ - ২০১৫ | ১২: ১৭ পূর্বাহ্ণ

0000000000001303

মো: আব্দুল হাই :: উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জলমহালের ঘাটিয়া বিল জোর পূর্বক দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে মিজানুর রহমান (১৮) নামে এক তরুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ২জন। রবিবার আছরের নামাজের পর জানাযার নামাজ শেষে মিজানুর রহমানকে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। গত বুধবার দুপুর ২টায় জয়নগর গ্রামের দবির উদ্দিনের নেতৃত্বাধীন দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জলমহালের ঘাটিয়া বিল দখলের প্রস্তুতি নিলে বিলের মালিক প্রবাসী গিয়াস উদ্দিন গংদের পক্ষে আব্দুল জলিল বাধা দিলে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ দবির উদ্দিনের লোকজনরা অতর্কিত হামলা চালালে দেশীয় অস্ত্র সুলফি ও রামদার আঘাতে আব্দুল জলিলের পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৩২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত নজরুল ইসলাম (৩৮) কে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঐ দিনই নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন আহত সাইফুল ইসলাম (২০) ও আব্দুস ছালামের (৫৫) চোখে আঘাতের ফলে অন্ধ হয়ে গেছেন এবং অন্যান্য আহতরা এখনও আশংকাজনক অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে দবির উদ্দিনকে প্রধান আসামী করে ১শ ১৫জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা ও দাঙ্গার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় এ পর্যন্ত ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। এদিকে গ্রেফতার আতংকে জয়নগর-কুশারই ও চানপুর গ্রাম পুরুষ শুন্য রয়েছে। গ্রামগুলোত ভূতুরে পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে অনেকেই বসতঘর এবং গ্রামে থাকা ব্যবসায়া প্রতিষ্টানগুলোর মালামাল নিরাপদে রেখে তালাবদ্ধ করে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। সংঘর্ষের ঘটনার পর থেকেই এলাকায় সাধারন মানুষদের মধ্যে সার্বক্ষনিক উদ্বেগ উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে উপজেলার সীমান্তবর্তী বিশাল এই জয়নগর গ্রাম এলাকায় অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন এলাকার নিরীহ জনসাধারন। এদিকে নিহত নজরুল ইসলাম ও মিজানুর রহমানের পরিবারে চলছে শোকের মাতম। পরিবার ও আত্মীয় স্বজনদের বুকফাটা করুন আর্তনাদে জয়নগর গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের সাথে জড়িতদের ৭জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ